ইউটিউবের ভিডিও দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা

ফাইল ছবি

ইউটিউবের ভিডিও দেখে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

ইউটিউবে ডাকাতি করার ভিডিও দেখে মধুমতি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুট করার পরিকল্পনা করেছিলেন আরিফুল ইসলাম। ঈদের আগের দিন বাড্ডায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত সিকিউরিটি গার্ড মাহমুদুল হাসানকে হত্যার অভিযোগে আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

এ হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, চেনি, সাবলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, ১০ থেকে ১২ বছর বিভিন্ন ধরনের কাজ করেছেন আসামী।

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেন বলে রিমান্ডে আরিফুল জানিয়েছেন।

news24bd.tv/ab