ব্রিটিশ কমেডি সিরিজে মালালা ইউসুফজাই

ব্রিটিশ কমেডি সিরিজে মালালা ইউসুফজাই

অনলাইন ডেস্ক

শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজ ‘উই আর লেডি পার্টস’-এ দেখা যাবে বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে আগামী মে মাসে প্রিমিয়ার হওয়ার কথা থাকা এই ওয়েব সিরিজে পাকিস্তানি এই মানবাধিকারকর্মীর সংগ্রাম এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সাহসী ভূমিকাকে তুলে ধরা হবে।

এর আগে ‘উই আর লেডি পার্টস’ এর প্রথম সিজন মুক্তি পায়।

মূলত শিক্ষার পক্ষে সাহসী ভূমিকা রাখতে এবং হত্যা প্রচেষ্টা থেকে রক্ষা পাওয়ার জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন মালালা।

প্রসঙ্গত, মালালা ইউসুফজাই পাকিস্তানের তালেবান নিয়ন্ত্রিত একটি অঞ্চলে মেয়েদের শিক্ষার পক্ষে তার সাহসী ভূমিকার কারণে প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন।

২০১২ সালে মালালাকে স্কুল থেকে ফেরার পথে মাথায় গুলি করে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। ওই ঘটনা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।

এই ঘটনায় মাত্র ১৭ বছর বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা।

(সূত্র: সামা টিভি

news24bd.tv/SC