বন্যায় বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ

চীনের গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় বিপর্যস্ত চীন, নিরাপদ আশ্রয়ে ৬০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

চীনের গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। জীবন রক্ষার্থে প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত মিডিয়ার তথ্যমতে বন্যায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ১১ জন নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত ফুটেজে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে থাকতে এবং কোমর পানিতে নেমে উদ্ধারকর্মীদেরকে লাইফবোটে করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দেখা গেছে।

বেশকিছু প্রধান নদী তীর ছাপিয়ে উঠেছে এবং কর্তৃপক্ষ নদীগুলোর বিপদজনক পানির উচ্চতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

গুয়াংডংয়ের একটি নদী সোমবার (২২ এপ্রিল) সকালের মধ্যে গত ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে এমনটি এখনও ঘটেনি।

গুয়াংডংয়ের অধিকাংশ এলাকা পার্ল নদীর নিচুভূমিতে অবস্থিত এবং ঝড়বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চলটি সবসময়ই বন্যার ঝুঁকিতে থাকে।

গুয়াংডং চীনের প্রধান শিল্পাঞ্চলগুলোর মধ্যে একটি এবং এই অঞ্চলে প্রায় ১৩ কোটি মানুষ বসবাস করে।

বন্যায় প্রদেশটির রাজধানী গুয়াংঝু সহ বেশকিছু এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রদেশজুড়ে প্রায় ১০ লাখ লোকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও রোববার (২১ এপ্রিল) রাতের মধ্যে সব বাড়িতেই বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে।

নিরবচ্ছিন্ন বৃষ্টির ফলে গুয়াংঝুর বাইয়ু বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা বন্ধ রয়েছে। পাশাপাশি, তিনটি শহরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কর্তৃপক্ষ ধারণা করছে বন্যার ফলে প্রায় ২০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক