চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭

চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, গতকাল রোববার রাতে ওই এলাকার যুবক ওমর সরদারের মোটরসাইকেলটি চোরাই দাবি করে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করে আব্দুল হাই মোল্যার ছেলে আতিক মোল্লা ও তার লোকজন। ওমরের দেয়া খবর পেয়ে আমিন খান মোটরসাইকেল আনতে গেলে আতিক মোল্লার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাদের কাছ থেকে ২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এর জের ধরে আজ সোমবার দুপুরে ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মতিউর রহমান ফকির ও আতিক মোল্লার নেতৃত্বে কয়েক’শ লোক দেশিয় অস্ত্র নিয়ে আমিন খানের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা নারীরা বাধা দিলে তাদেরকে মারধর করে আহত করা হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ভাংচুর করে লুটপাট চালায় প্রতিপক্ষরা।

এসময় ঘরের মালামাল ও একটি মোটরসাইকেল লুট করা হয়।

এ ঘটনায় করুনা বেগম (৪১), স্বপ্না বেগম (২১),মিনা খনম (১৩), রহিমা বেগমসহ (৬৫) ৭ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক