এই গরমে ত্বকের যত্নে শসার ব্যবহার

এই গরমে ত্বকের যত্নে শসার ব্যবহার

অনলাইন ডেস্ক

ত্বক ভালো রাখার জন্য শসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যে গরমে পড়ছে ত্বক ভালো রাখতে শসার ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগাতে পারেন এতে ত্বক ভালো থাকবে।

শসার ফেসপ্যাক
এই ফেসপ্যাক বানাতে আপনার প্রয়োজন পড়বে শসা কুচি, অ্যালোভেরা জেল এবং সামান্য পরিমাণে গোলাপ জল।

একটি পাত্রে পরিমাণ মতো শসা কুচি নিন।

তার সঙ্গে মেশান অ্যালোভেরা জেল ও গোলাপ জল। এবার প্রতিটি উপকরণ মিশিয়ে নিলেই রেডি ফেসপ্যাক! তারপরে সেটি মুখে লাগান এবং ১০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার করে নিন।

শসার টোনার
গরমে শসার টোনার কার্যকরী ভূমিকা পালন করবে। এটি ত্বকের আর্দ্রতা তো ধরে রাখবেই, সেই সঙ্গে পিএইচ ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করবে।

এই টোনার বানাতে একটি পাত্রে পরিমাণ মতো শসা কুড়িয়ে নিন। তারপরে তার থেকে রস ছেঁকে আলাদা করুন। এবার সেই রস রেফ্রিজারেট করুন কয়েক ঘণ্টা। তারপর তুলো সেই মিশ্রণে ভিজিয়ে মুখে লাগান।

শসার আইস কিউব
এই শসার আইস কিউব বানাতে আপনার প্রয়োজন পড়বে অ্যালোভেরা জেল, শসার রস এবং সামান্য পরিমাণে ভিটামিন ই অয়েল।

একটি পাত্রে এই প্রতিটি উপকরণ নিয়ে ভালো ভাবে মেশান। তারপরে আইস ট্রে-তে ঢেলে রাখুন। এবার ওভারনাইট রেফ্রিজারেট করে পরের দিন ব্যবহার করুন।

ত্বকের যত্নে শসার ভূমিকা
শসার গুণে ব্রণর সমস্যাও নিয়ন্ত্রণে থাকবে আপনার। সানবার্ন হলে বা ত্বক জ্বালা করলে শসার রস লাগাতে পারেন। প্রদাহ কমাবে। শসায় ৯৬ শতাংশ পানি। তাই এটি ত্বকে আর্দ্রতার জোগান দেয়।

news24bd.tv/TR