সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শুরু

কারিগরি শিক্ষা বোর্ডের অব্যাহতি দেয়া চেয়ারম্যান আলী আকবর খান

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ শুরু

নিজস্ব প্রতিবেদক

সনদ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অব্যাহতি দেয়া চেয়ারম্যান আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে এর আগে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ জানান, আলী আকবর খানকে তলব করা হয়েছে।

মঙ্গলবার (আজ) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সনদ জালিয়াতিতে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সনদ জালিয়াতির অভিযোগে গত ১ এপ্রিল গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামান।

তাকে জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম উঠে আসে। এর মধ্যে বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধানও রয়েছেন।

গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। তাকে গ্রেপ্তারের পর চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

news24bd.tv/FA