ঝড়ো বাতাসে ধসে পড়ল সেতু!  

তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপালি জেলায় অবস্থিত একটি নির্মীয়মাণ সেতু ধসে পড়েছে। ছবি: এক্স থেকে নেওয়া

ঝড়ো বাতাসে ধসে পড়ল সেতু!  

অনলাইন ডেস্ক

ঝড়ো বাতাসে ধসে গেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেদ্দাপালি জেলায় অবস্থিত একটি নির্মীয়মাণ সেতু। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝড়ো বাতাসের কারণে সেতুটির পাঁচটি গার্ডারের মধ্যে দুটি ধসে পড়ে।

স্থানীয় বাসিন্দা সিরিকোন্ডা বাক্কা রাও এনডিটিভিকে বলেন, সৌভাগ্যক্রমে বিয়ের পার্টিতে যাওয়া একটি বাস সেতুটি ধসে পড়ার মাত্র এক মিনিট আগে ওই স্থান অতিক্রম করে। বাসটিতে ৬৫ জন যাত্রী বিলেন।  

২০১৬ সালে মানাইর নদী ওপর এক কিলোমিটারের ওই সেতু নির্মাণকাজের উদ্বোধন করেন তেলঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসুধন চারি এবং স্থানীয় বিধায়ক পুত্তা মধু। তখন এর ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি রুপি।

  

কাজটি এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এবং এর উদ্দেশ্য ছিল মন্থনি, পারকাল এবং জাম্মিকুন্তা শহরের মধ্যে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব কমানো। তবে বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার এক বছরের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এর আগেও একই ঠিকাদারের তৈরি ভেমুলওয়াদা সেতু ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে।  

news24bd.tv/aa