চট্টগ্রামের ডিসি-এসপি ও সাতকানিয়ার ইউএনও-ওসিকে হাইকোর্টের ভর্ৎসনা  

হাইকোর্ট

চট্টগ্রামের ডিসি-এসপি ও সাতকানিয়ার ইউএনও-ওসিকে হাইকোর্টের ভর্ৎসনা  

অনলাইন ডেস্ক

আদালতের আদেশ অমান্য করে কৃষি জমির মাটি কাটা অব্যাহত থাকায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে তলব করে ভর্ৎসনা করেছে হাইকোর্ট। একইসঙ্গে জেলা জজকে এই অনিয়মের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।  

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত চট্টগ্রামের জেলা প্রশাসককে আগামী ৩০ দিনের মধ্যে যেসব জমির উপরিভাগের মাটি কাটা হয়েছে তা পলিমাটি দিয়ে ভরাট করার নির্দশ দেন।  

এছাড়া কৃষি জমির মাটি কাটার সঙ্গে জড়িতদের সঙ্গে সাতকানিয়ার ওসির যোগসাজশের অভিযোগ রয়েছে বলেও চট্টগ্রামের পুলিশ সুপারকে হাইকোর্ট সতর্ক করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগেই অপরাধীদের কাছে তথ্য পৌঁছে যায় বলেও এ দিন মন্তব্য করেন হাইকোর্ট।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক