মিরপুর স্টেডিয়ামে প্রায় ৩ কোটি টাকায় বসছে নতুন চেয়ার

মিরপুরের মাটিতে নতুন চেয়ার বসেছে

মিরপুর স্টেডিয়ামে প্রায় ৩ কোটি টাকায় বসছে নতুন চেয়ার

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টম্বরে বাংলাদেশের মাটিতে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপকে সামনে রেখে সংস্কারের পাশাপাশি প্রায় ৩ কোটি টাকার চেয়ার বসাচ্ছে বিসিবি।

হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন অংশের চেয়ার লম্বা সময় ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল।

বিপিএলের আগে চেয়ার পুনঃস্থাপনের কথা থাকলেও পূর্ণাঙ্গভাবে সেটি হয়নি। অবশেষে চেয়ার বসানোর কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিভিন্ন অংশের গ্যালারিতে নতুন করে বসানো হচ্ছে প্রায় সাড়ে ৭ হাজার চেয়ার। এতে খরচ হচ্ছে প্রায় ৩ কোটি টাকা।

সবশেষ বোর্ড মিটিংয়ে নতুন চেয়ার বসানোর অনুমোদন দেয় বিসিবি।

চেয়ারগুলোর মধ্যে ৭ হাজার হচ্ছে ফোল্ডিং চেয়ার। যেগুলো ২০১১ বিশ্বকাপকে সামনে রেখে বসানো হয়েছিল। প্রতিটি ফোল্ডিং চেয়ারের দাম পড়েছে ৩ হাজার ৮৩০ টাকা। সব মিলিয়ে এখানে খরচ ২ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা।

পূর্ব গ্যালারিতে বসবে ২৬০টি ফিক্সড চেয়ার। প্রতিটির মূল্য ১ হাজার ৫ শত ৫০ টাকা। এ ছাড়া ৯২টি ফ্রেম স্ট্রাকচার নেওয়া হচ্ছে ৯২টি, যার প্রতিটির মূল্য ২ হাজার ৭৪০ টাকা করে। যার খরচ হচ্ছে ৬ লাখ ৫৬ হাজার টাকা। সব মিলিয়ে শুধু চেয়ার কেনা বাবদ খরচ গড়াবে প্রায় ৩ কোটি টাকায়।

চেয়ার ছাড়াও শের-ই-বাংলায় বসবে নতুন জায়ান্ট স্ক্রিন। সেপ্টম্বরে বাংলাদেশের মাটিতে বসছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মূলত বিশ্বকাপকে সামনে রেখেই ভেন্যু সংস্কারের কাজ করেছে বিসিবি।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক