শেরপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

শেরপুরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি 

শেরপুরের ঝিনাইগাতীতে চলমান তাপদাহে হিট স্ট্রোকে মো. আল আমিন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আলামিন একই এলাকার কৃষক ফরজ আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল আমিন কৃষিকাজের পাশাপাশি ইজিবাইক চালাতেন।

চলতি বোরো মৌসুমে মঙ্গলবার সকালে নিজের ধান খেতে শ্রমিক নিয়ে ধান কাটার কাজ করছিলেন তিনি। দুপুর ১২ টার দিকে শ্রমিকদের খাবার নিতে বাড়িতে এলে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল কবীর সুমন বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

তবে তার পরিবারের দাবি, হিট স্ট্রোকে আল আমিনের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক