১১ বছরেও থামেনি রেবেকাদের কান্না, শেষ হয়নি ৩ মামলার বিচার

রেবেকার পরিবার

রানা প্লাজা ধস 

১১ বছরেও থামেনি রেবেকাদের কান্না, শেষ হয়নি ৩ মামলার বিচার

অনলাইন ডেস্ক

২০১৩ সালের ২৪ এপ্রিলের এক সকালে ঢাকার সাভারের বাসস্ট্যান্ড এলাকা ছিল কর্মচঞ্চল। হঠাৎ বিকট শব্দ, ধসে পড়ে ৯ তলাবিশিষ্ট ভবন ‘রানা প্লাজা’। ভবনটিতে ছিল পোশাক কারখানা, কয়েকটি দোকান ও একটি ব্যাংক। এদিন কাজে আসা ১১ শতাধিক পোশাকশ্রমিক ভবন ধসে প্রাণ হারান।

আহত হন ২ হাজারের অধিক শ্রমিক। বেঁচে যাওয়া এসব শ্রমিকের অনেকে হয়েছেন পঙ্গু, কেউ শয্যাশায়ী হয়ে কষ্টে দিন পার করছেন। তাঁদের মধ্যে একজন দিনাজপুরের ফুলবাড়ীর রাবেয়া খাতুন দুই পা হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এখনো খোঁজ মেলেনি একই উপজেলার গুলশানে জান্নাত শাবানার।

কান্নাজড়িত কণ্ঠে রাবেয়া খাতুন সংবাদ মাধ্যমকে বলেন, ‘দুই পা হারিয়ে কর্মহীন হয়ে সারা দিন বাড়িতে থাকতে হয়। স্বামী-সন্তানদের নিয়ে কোথাও যেতে পারি না। তাদের প্রয়োজনেও কাজে আসতে পারি না। একজন কর্মক্ষম মানুষ এভাবে চলতে পারে না। হয়তো কিছু টাকা পেয়েছি, কিন্তু কেউ কি আমার পা দুটো ফিরিয়ে দিতে পারবে? যা দিয়ে আমি আগের মতো কাজ করতে পারব, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারব?’

রেবেকা খাতুন আলাদীপুর ইউনিয়নের বারাই চেয়ারম্যানপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের স্ত্রী। দুর্ঘটনার বছরখানেক পর পঙ্গুত্ব জীবনে তাঁর কোলজুড়ে আসে প্রথম সন্তান ছিদরাতুন মুনতাহা। ১০ বছর বয়সী মুনতাহা স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ছে। অপর সন্তান মাদানী আন নুরের বয়স চার বছর। সেদিন রানা প্লাজা ধসে মা চানবানু ও দাদি কোহিনুর বেওয়াকেও হারান তিনি। তাঁরা একই কারখানায় কাজ করতেন।  
রাবেয়া-রেবেকাদের মতো অসংখ্য শ্রমিকের কান্না যেন এখনো নিত্য ঘটনা।  

ঝুলে আছে তিন মামলা

ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ, ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে কেবল দুদকের দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর বাইরে ভবন নির্মাণে দুর্নীতির মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বাকি দুটি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।


প্রথমত. রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত আইনে দায়ের মামলা দুটি বিচারের জন্য প্রস্তুত হয় ২০১৬ সালে। একই বছরের ১৫ মার্চ মামলা দুটি বিচার ও নিষ্পত্তির জন্য ঢাকা জেলা ও দায়রা জজ এবং বিচারিক আদালতে পাঠানো হয়। একই বছরের ১৬ জুন ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান। এরপর ১৮ জুলাই হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন তৎকালীন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান।

তবে অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আট আসামি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে প্রথমে আট জনের পক্ষেই স্থগিতাদেশ দেন আদালত। পরে ছয় জনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। বহাল থাকে সাভার পৌরসভার ওই সময়কার মেয়র রেফায়েত উল্লাহ ও কাউন্সিলর মোহাম্মদ আলী খানের পক্ষের স্থগিতাদেশ।

দ্বিতীয়ত, রানা প্লাজা ধসের পরদিন অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই আলী আশরাফ। ওই মামলায় সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয়। এ ছাড়া রানা প্লাজা ধসে নিহত হওয়ার ঘটনাকে হত্যাকারী আখ্যায়িত করে আদালতে আরেকটি মামলা করেন গার্মেন্ট শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার। আদালতের নির্দেশে একে অবহেলাজনিত মৃত্যু মামলার সঙ্গে একীভূত করে তদন্ত করে সিআইডি। আদালতে দায়ের করা হত্যা মামলার বাদী শিউলি আক্তার এখন পুলিশের মামলার সাক্ষী। এ মামলায় মোট ৫৯৪ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৬ সালের ১৮ জুলাই এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চার্জশিটভুক্ত ৪১ আসামিদের মধ্যে সোহেল রানা কারাগারে। রানার বাবা আব্দুল খালেক, আবু বকর সিদ্দিক ও আসামি আবুল হোসেন জামিনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে ঢাকার জেলা দায়রা জজ হেলাল উদ্দিনের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। এ মামলায় মোট ৫৯৪ জন সাক্ষীর মধ্যে প্রায় ৮৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছে রাষ্ট্রপক্ষ। সর্বশেষ গত ২১ এপ্রিল মামলাটির ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। আগামী ২৮ এপ্রিল মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য রয়েছে।

তৃতীয়ত, ইমারত বিধিমালা না মেনে ভবন নির্মাণের অভিযোগে ওই সময় সোহেল রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  মো. হেলাল আহমেদ। সিআইডি তদন্ত শেষে এ মামলায় সোহেল রানা ও তার মা-বাবাসহ ১৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।

১৯৫২ সালের ইমারত নির্মাণ আইনের ১২ ধারায় এই চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ১৩৫ জনকে সাক্ষী করা হয়েছে। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে কয়েকজন আসামি রিভিশন করায় সাক্ষ্যগ্রহণ আটকে আছে।

ইমারত নির্মাণ আইনের মামলা সম্পর্কে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জানান, গত বছরের ১৯ নভেম্বর ঢাকার সাবেক জেলা ও দায়রা জজের বিচারক এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত বিচারিক ক্ষমতা বলে হত্যা মামলাটির পাশাপাশি ইমারত নির্মাণ আইনের মামলাটিও নিয়ে যায়। যাতে পাশাপাশি দ্রুত এই দুই মামলার বিচারকাজ শেষ হয়। তবে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মামলাটি যাওয়ার পরও এখন পর্যন্ত কোনও তারিখ পড়েনি। বর্তমানে মামলাটি হাইকোর্টে স্থগিত রয়েছে। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি যে পর্যায়ে ছিল এখানেও সেই পর্যায়েই রয়েছে।

তিনি আরও বলেন, ২০১৬ সালের ১৪ জুন মামলাটির চার্জগঠন হয়। চার্জগঠনের পর পরেই মামলাটি হাইকোর্টে চলে গেছে। এজন্য একজনেরও সাক্ষ্যগ্রহণ নেওয়া সম্ভব হয়নি। এই মামলায় আসামির সংখ্যা ১৬ জন। এই মামলায় সবাই জামিনে রয়েছে।

এছাড়া বর্তমানে দুদকের ইমারত মামলা ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক এস এম জিয়াউর রহমানের আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছেন আদালত। সর্বশেষ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক এম এ মফিদুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। তবে তার জেরা শেষ না হওয়ায় সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে। আগামী ২৮ এপ্রিল জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

শ্রমিকের নিরাপত্তায় আইন আসছে ইইউ পার্লামেন্টে

পোশাক খাতের শ্রমিকের অধিকার নিশ্চিত করতে শিগগিরই ইইউ পার্লামেন্টে করপোরেট সাসটেইনেবল ডিউ ডিলিজেনস ডিরেক্টিভ (সিএসথ্রি-ডি) আইন পাস হচ্ছে।

এটা হলে ক্রেতারাই সরবরাহ লাইনে নিরাপদ কর্মপরিবেশ আর নায্য মজুরি নিশ্চিত করবে বলে জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, গত ১১ বছরে দেশের তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়েছে ১১৮ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে যেখানে পোশাক থেকে আয় ছিল দুই হাজার ১৫১ কোটি ডলার, বিদায়ী অর্থবছরে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৯৯ কোটি ডলার। এ ছাড়া বিশ্বের পরিবেশবান্ধব সেরা কারখানাগুলো এখন বাংলাদেশে। এরই মধ্যে ২১৪ গ্রিন কারখানা বাংলাদেশে।
news24bd.tv/আইএএম