যথাসময়ে হজযাত্রীদের বাসস্থান নিশ্চিত না করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

যথাসময়ে হজযাত্রীদের বাসস্থান নিশ্চিত না করলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

আগামী ৯ মে থেকে শুরু হবে চলতি বছরের হজযাত্রা। ফলে ২৯ এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হজ যাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এমনটিই জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।  

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনার হজ অফিসে হজ যাত্রীদের করণীয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করে এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।

তিনি জানান, ৯ মে থেকে শুরু হয়ে হজযাত্রা চলবে ১০ জুন পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ২০ জুন। অনিয়ম বন্ধে আগামি বছর থেকে ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিশ্বের সবচেয়ে আধুনিক হজ ব্যবস্থাপনা তৈরি করা লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান ফরিদুল হক।

হজে গিয়ে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেককে সহযোগিতা করার আহবান জানান ধর্মমন্ত্রী। এছাড়া কোনো সমস্যায় পড়লে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

news24bd.tv/SHS