বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাটে বিজেপি প্রার্থীর জয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাটে বিজেপি প্রার্থীর জয়

অনলাইন ডেস্ক

ভারতে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে সর্বত্র। এই উত্তাপের রেশেই এবার সুরাটে ঘটেছে এক অদ্ভুত এবং বিতর্কিত ঘটনা।  সাধারণত পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটলেও গুজরাটের সুরাটে হয়েছে এক ভিন্ন ঘটনা। সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্কের। কারণ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে। এছাড়াও বিএসপি প্রার্থীসহ সব মিলিয়ে আটজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিজেপি প্রার্থী বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন।

সুরাটে কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভানি। তার মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়ে গেছে। তারপর তার বাড়ি তালাবদ্ধ । কংগ্রেসকর্মীরা তার বন্ধ বাড়ির সামনে বিক্ষোভ করেছেন।

এই ঘটনায় কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি জানিয়েছেন, বিজেপি অন্যায্য প্রভাব খাটিয়েছে। এইজন্য সুরাটে পুনরায় নির্বাচনী পদ্ধতি শুরু করতে হবে।

উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বিগত ১৯ এপ্রিল। চলবে আগামী আগামী ১ জুন পর্যন্ত। ফলাফল জানা যাবে ৪ জুন।

news24bd.tv/SC