রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত বাংলাদেশের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত বাংলাদেশের পাশে আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। বুধবার (২৪ এপ্রিল) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।  

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের আবহাওয়া একই ধরনের। দুই দেশই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে।

এ ক্ষেত্রে দুই দেশ তথ্য আদান প্রদানসহ পারস্পরিক সহযোগিতা করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত-বাংলাদেশের পাশে আছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চ্যানেল কাজ করছে।

এ সময় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে যেকোনো সমস্যায় ভারত-বাংলাদেশ অতীতে এক হয়ে কাজ করেছে।

এটা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন,  বাংলাদেশ ভারতের আবহাওয়া একই রকম হওয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যাগুলোতে এক হয়ে কাজ করার সুযোগ আছে।

news24bd.tv/আইএএম