আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি

আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন-বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে বুধবার (২৪ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

সংবিধানে ৯৫ এর ১ অনুচ্ছেদের ক্ষমতাবলে এই তিন বিচারকের নিয়োগে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তারা তিনজনই হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগের ফলে মামলার জট কমবে এবং শিগগিরই ষোড়শ সংশোধনী মামলার রিভিউসহ গুরুত্বপূর্ণ মামলা শুনানি শুরু হবে বলে আশা করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় হাইকোর্ট বিভাগে দ্রুত বিচারক নিয়োগ দেওয়া হবে বলেও প্রত্যাশা করেন তিনি।

 

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি রয়েছেন। তিনজনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াবে আটজনে।
news24bd.tv/আইএএম