কুষ্টিয়ায় বৃষ্টির নামাজে মুসল্লিদের কান্না

কুষ্টিয়ায় বৃষ্টির নামাজে মুসল্লিদের কান্না

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

অসহনীয় গরম থেকে বাঁচতে কুষ্টিয়ায় তৃতীয় দিনের মতো বৃষ্টির জন্য 'ইসতিসকার' নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসময় বৃষ্টি প্রার্থনায় দোয়া করে কেঁদেছেন মুসল্লিরা।

আজ বুধবার (২৪ শে এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে নামাজ শেষে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন মুসল্লিরা।

নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হুসাইন।

এদিকে, তৃতীয় দ্বিতীয় দিনের মতো আজও কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে খড়িলার বিলে খোলা মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়। রসুলপুর মাদরাসার হেফজখানার শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদী নামাজ ও আখেরি মোনাজাত পরিচালনা করেন।

কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আজ সকালে তাপমাত্রা কিছুটা কমেছে।

তবে বিকেল ৩টার দিকে তাপমাত্রা বেড়ে ৩৯ থেকে ৪০ ডিগ্রি হতে পারে। তিনি বলেন, পূর্বাভাসে দেখা যাচ্ছে আজ অথবা কাল বৃষ্টি হতে পারে।

news24bd.tv/SHS  

এই রকম আরও টপিক