রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে চাই। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। এএমএম নাসির উদ্দিন বলেন, দায়িত্ব নেওয়ার প্রথমেই ওয়াদা করেছিলাম যে আসছে নির্বাচনে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবো। প্রবাসীরাও দেখা করে ভোটের ব্যবস্থা করার অনুরোধ করেন। সিইসি বলেন, আমরা ইনহাউস এটা নিয়ে অনেক আলোচনা করেছি। বুয়েট, ডুয়েট, এমআইএসটিসহ দেশি-বিদেশি ফার্মকে যুক্ত করে একটা ব্যবস্থা বের করার চেষ্টা করেছি। সিইসি বলেন, দেশের আর্থ-সামাজিক বাস্তবতা,...
দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন অসম্ভব: সিইসি
অনলাইন ডেস্ক

নজরুল ইসলাম খানের নেতৃত্বে ইসিতে বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছেন। বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে এই আলোচনা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে দুই পক্ষ কথা বলবে বলে জানানো হয়েছে। এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৯টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে যোগ দেবে বিএনপির প্রতিনিধিদল। news24bd.tv/FA
এলজিইডি ভবনসহ দেশজুড়ে ৩৬ কার্যালয়ে দুদকের একযোগে অভিযান
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান কার্যালয়সহ সারাদেশে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডির প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়েও এ অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে। এর আগে ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ, অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে একই ধরনের অভিযান পরিচালনা করে সংস্থাটি। news24bd.tv/FA
সৌদি পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী, সাত ফ্লাইটে যাচ্ছেন আরও ২৯১২ জন
নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছেছেন মোট ১২২৪ জন হজযাত্রী। আজকের দিনের বাকি সাতটি ফ্লাইটে আরও ২,৯১২ জন যাত্রীর সৌদি যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হজ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বছর হজ পালনের জন্য মোট ৬৪,২৮০ জন যাত্রী ভিসা পেয়েছেন বলে জানিয়েছে হজ অফিস। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। হজ মিশনের পক্ষ থেকে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিমানবন্দর ও সৌদি আরবের মক্কা-মদিনায় নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর আগে, সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর