পদ্মশ্রী ভূষিত বন্যাকে সস্ত্রীক নানক 

পদ্মশ্রী ভূষিত বন্যাকে সস্ত্রীক নানক 

অনলাইন ডেস্ক

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' পদকে ভূষিত হওয়ায় দেশের খ্যাতনামা রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সস্ত্রীক শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রী, ঢাকা-১৩ সংসদ সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী এড. সৈয়দা আরজুমান বানু নারগিস।

বুধবার সন্ধ্যায় বন্যার মোহাম্মদপুরের বাসায় সৌজন্য সাক্ষাতে তিনি তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, সংগীত অঙ্গনে বন্যার এই অর্জন বাংলাদেশের অর্জন।

তার এই অর্জন আমাদের। সংগীত অঙ্গনে বন্যার এই অর্জন আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।  

এ সময় ঢাকা ১৩ আসনের স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২  এপ্রিল সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী' পদক গ্রহণ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

news24bd.tv/TR