বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

বৃষ্টির জন্য অঝোরে কেঁদে আল্লাহর সাহায্য চাইলেন ঠাকুরগাঁওয়ে বিশেষ নামাজ আদায় করতে আসা শতশত মুসল্লি।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির আশায় শহরের সালান্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকায় কয়েকশ মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।

এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন।

নামাজ আদায় করতে আসা ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। রোদে দুই মিনিট থাকা যায় না। শরীর ঝলসে যাওয়ার মতো অবস্থা।

আমাদের নাভিশ্বাস ছুটে গেছে। বৃষ্টির আশায় নামাজ আদায় করলাম। যদি আল্লাহ আমাদের প্রতি রহম করেন তবে স্বস্তি ফিরবে।

সালান্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম ত্ব-হা বলেন, সারাদেশে দাবদাহে জনজীবনে বিপর্যয় ঘটেছে। আমাদের জেলায়ও অস্বস্তি পর্যায়ে চলে গিয়েছে। আমাদের গুনাহর ফসল এসব। আমরা বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকা নামাজ আদায় করলাম। আল্লাহ আমাদের প্রতি রহম করবেন।

বিশেষ এই নামাজে ইমামতি করেন সালান্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম ও মোনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।

news24bd.tv/SHS