পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের জেল

প্রতীকী ছবি

পদ্মা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনের জেল

অনলাইন ডেস্ক

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ গ্রামের পদ্মা নদীর জলসীমানায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ ফয়সল বিন করিম।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বাইজোরা গ্রামের মো. আলী হোসেনের পুত্র মো. খলিল (৩৫) ও একই উপজেলার বালিহারী গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র আহসানুল ইসলাম (২৬)।

ইউএনও বলেন, চরভদ্রাসনের জল সীমানায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি আনসার সদস্য নিয়ে উক্ত স্থানে যান এবং বালু উত্তোলনরত অবস্থায় তাদের আটক করেন।

এ সময় দু’জনের প্রত্যেককে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  

news24bd.tv/কেআই