বৃক্ষরোপণে বিশ্বরেকর্ড গড়ার ঘোষণা দিলো ছাত্রলীগ

প্রতীকী ছবি

বৃক্ষরোপণে বিশ্বরেকর্ড গড়ার ঘোষণা দিলো ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত, প্রজন্মের মেধাবী-কর্মনিষ্ঠ-উদ্ভাবনী তারুণ্যের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, দেশমাতৃকার প্রতিটি প্রয়োজনে আত্মনিষ্ঠ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আসন্ন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃক্ষরোপণে বিশ্বরেকর্ড গড়ার ঘোষণা দিয়েছে।  

জলবায়ু পরিবর্তনজনিত কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্যতম ক্ষতির সম্মুখীন হওয়া আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে ছাত্রলীগের এই উদ্যোগ সরাসরি প্রাণ-প্রকৃতিতে প্রভাব ফেলবে, দেশের মানুষকে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে গভীরভাবে সচেতন করবে, জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে অবদান রাখবে এবং জলবায়ুর নেতিবাচক প্রভাব প্রশমনে বাংলাদেশের তরুণদের এই প্রচেষ্টা আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যান্য সমাজ-রাষ্ট্রের তরুণদের অনুপ্রাণিত করবে।  

বাংলাদেশের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত উন্নত-আধুনিক-স্বনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়ার এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।  

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়তে আগামী ১০ দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রস্তাবনা তৈরির লক্ষ্যে একটি সমন্বয়ক টিম গঠন করে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

news24bd.tv/কেআই