চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে শহরের বুজরুকগড়গড়ি এলাকার একটি আম বাগানে এ সংগ্রহ উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম গাছ থেকে আম ছিড়ে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে আঁটি, গুটি ও বোম্বাই আম সংগ্রহ করা হবে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। আম সংগ্রহ অনুষ্ঠানে বক্তারা বলেন, চলতি বছর চুয়াডাঙ্গা জেলাতে দুই হাজার ৩০০ হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে। এসব বাগান থেকে...
চুয়াডাঙ্গায় চলতি বছর ৩৫ হাজার মেট্রিকটন আম আহরণের লক্ষ্যমাত্রা
চুয়াডাঙ্গা প্রতিনিধি

রাজশাহীতে আজ থেকে আম পাড়া শুরু

ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) থেকে রাজশাহীতে শুরু হচ্ছে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত করণ। আমচাষি ও ব্যবসায়ীরা জানান, ফলন ভালো হওয়ায় এবং প্রত্যাশিত দাম থাকায় লাভবান হবেন তারা। অপরদিকে, অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন। গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো রাজশাহীতে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। এবছর গড় ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি থাকায় খুশি আমচাষি ও ব্যবসায়ীরা। তারা জানান, বাগান থেকে আম পেড়ে দেশের সব চেয়ে বড় আমের হাট বানেশ্বরে মা বিক্রি করা হবে৷ সেখান থেকে সারাদেশে রাজশাহীর আম পৌঁছাবে। জেলা প্রশাসন জানায়, অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাতকরণ বন্ধে নিয়মিত তদারকি করা হবে। আম...
হত্যা ও ধর্ষণের হুমকি, সিলেটে ৪ নেতার বিরুদ্ধে মামলা একই কমিটির নেত্রীর
সিলেট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন একই কমিটির যুগ্ম-সংগঠক। মামলায় গুম-খুন ও ধর্ষণের হুমকির অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার। মামলার অন্য তিন আসামি হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)। মামলা উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠককে গুম, খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান জানান,...
সীমান্তে টহল অবস্থায় বজ্রপাতে বিজিবি সদস্য নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি

টহলরত অবস্থায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বজ্রপাতে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন বিজিবির আরও ৫ জন। বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ। আহতদের মধ্যে দুজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। অন্যদিকে আহত হয়েছেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম উদ্দিন (৫২), সিপাহি নাদিম মিয়া (২৮), সিপাহি শাহীনুর রহমান শাহীন (২৮) ও সিপাহি মামুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর