রাজবাড়ীর পাংশায় গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে আসলাম মণ্ডল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গড়াই নদীর উপর নির্মিত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম মণ্ডল পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই-সাওরাইল গ্রামের করিম মণ্ডলের ছেলে।সে স্যালো ইঞ্জিন মিস্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি স্যালো ইঞ্জিনচালিত জেনারেটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার জন্য সকালে ইঞ্জিন...
নির্মাণাধীন সেতুর উপর থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে একজনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি:

প্রশাসনের কশাঘাতে উড়ে গেল দোকান, খালে ফিরল প্রাণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারে পরিষ্কার বাজার রোডে হাবুর খাল দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিএডিসির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। এ সময় সঙ্গে ছিলেন- বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেন। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে হাবুর খাল দখল করে নির্মিত দোকানগুলো ভেঙে দেওয়া হয়। বহুদিন ধরে খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে থাকায় স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছিলেন। আরও পড়ুন ঈদযাত্রায় কবে থেকে মিলবে বাসের আগাম টিকিট? ১৪ মে, ২০২৫ এ প্রসঙ্গে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, সরকারি...
ঠাকুরগাঁওয়ে স্কাউটস’র মাল্টিপারপাস ওয়ার্কশপ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিভারের মত বিনিময় সভা ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ স্কাউটস বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে উপজেলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই মত বিনিময় সভা ও ওয়ার্কশপ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ। এছাড়া বাংলাদেশ স্কাউটস আঞ্চলিক কমিশনার দিনাজপুর অঞ্চলের আখতারুজ্জামান(সাবু) সহ উপজেলা স্কাউটস কর্মকর্তা এবং প্রাথমিক ও মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ইউনিট লিডাররা উপস্থিত ছিলেন।...
বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) আওতাধীন ধর্মগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের চারজন বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। বিষয়টি ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে এলে তারা ওই চারজনকে আটকানোর চেষ্টা করে। পরে তিনজন বাংলাদেশি নাগরিক দ্রুত পালিয়ে আসতে সক্ষম হলেও একজনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তির নাম আজিজুর। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মরতুজা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য পতাকা বৈঠকের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর