ভারতের বিপক্ষে সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার

ভারতের বিপক্ষে সিরিজকে কাজে লাগাতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আগামী জুলাই মাসে মেয়েদের এশিয়া কাপ এবং আসন্ন অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছে ভারতীয় নারী ক্রিকেট দল। আগামী ২৮ এপ্রিল সিলেটে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক সিরিজ সামনে রেখে কয়েক দিন ধরেই অনুশীলন করছে দুই দল। কিন্তু গরমের তীব্রতায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের।

তবুও গরম ভুলে ভারতের বিপক্ষে এই সিরিজটিকে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ।

শুক্রবার (২৬ এপ্রিল) এক প্রেস কনফারেন্সে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার সাংবাদিকদের বলছিলেন, ‘যে গরম পড়ছে, সবার কষ্ট হচ্ছে। আমার মনে হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয়। তারপরও আমরা বলব, ঢাকার থেকে এখানে এসে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, মানিয়ে নিতে হবে।

এটা নিয়ে চিন্তিত নই। আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি। ’

অন্যদিকে দলের প্রস্তুতি নিয়ে নাহিদা আক্তার জানান, ‘আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরও একটা দিন আছে। আশা করি, ভালো প্রস্তুতি হবে। গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে। বোলাররাও খুব ভালো করেছে। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ধবলধোলাই হয়েছিলো বাংলাদেশ দল। তবুও ভারত সিরিজের প্রস্তুতি ভালো থাকায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বাংলাদেশের মেয়েরা।

নাহিদা জানান ‘আমাদের ভালো খেলতে হবে। এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না। যেদিন ভালো খেলবেন, সেদিন ম্যাচ জিতবেন। আমাদেরও সে চেষ্টাই থাকবে। এখন আমরা একটা ভালো জায়গায় আছি। আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব। ’

উল্লেখ্য, গত বছর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশ। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টি-টোয়েন্টি সিরিজ ভারতের কাছে ২-১ ব্যবধানে হারে টাইগ্রেসরা।

news24bd.tv/SC