চুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার

সংগৃহীত ছবি

চুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ, হল ত্যাগের নির্দেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৯ মে পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় চুয়েট প্রশাসন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান।

উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় বাসটির চালক তাজুল ইসলামকে বুধবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।  

সোমবার বিকেল থেকেই নয় দফা দাবিতে চুয়েটের সামনের সড়ক অবরোধ করে আসছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো কাপ্তাই সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ, কাপ্তাই সড়ক ৪ লেইন করাসহ ১০ দফা দাবি আন্দোলনকারীদের।

news24bd.tv/DHL