যুক্তরাষ্ট্র চীনের শত্রু নয়: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

যুক্তরাষ্ট্র চীনের শত্রু নয়: শি জিনপিং

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফরে রয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই সফর নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, প্রতিদ্বন্দ্বী নয়।

শুক্রবার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের রাজধানী বেইজিং এ প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই ব্লিঙ্কেনকে এসব কথা বলে শি।

দুই দেশের সম্পর্কের জন্য ‘তিনটি প্রধান নীতি’ হিসাবে শি পারস্পরিক সম্মান প্রদর্শন, শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং দু’পক্ষের জন্যই লাভজনক সহযোগিতা করার আহ্বান জানান।

শি বলেন, ‘দুই দেশের উচিত একে অপরের ক্ষতি না করে বরং কিছু অর্জন করা। ’ চীন ও যুক্তরাষ্ট্রের বিদ্বেষপূর্ণ প্রতিযোগিতা এড়িয়ে চলা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার তিনদিনের সফরে চীনের সাংহাইয়ে পৌঁছান।

আরও পড়ুন: রাশিয়ার সাথে চীনের ঘনিষ্ঠতা নিয়ে বেইজিংকে নিষেধাজ্ঞার হুমকি ব্লিঙ্কেনের

যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, সামরিক সরঞ্জাম স্থানান্তরের জন্য ওয়াশিংটন চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, যা রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তার দাবিকে ভিত্তিহীন আখ্যা দেয় বেইজিং।

news24bd.tv/SC