টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল-৫ আসনে শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এর আগে আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

 

এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কেন্দ্রে পুলিশ আনছার মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও  বিজিবি র‌্যাব ও সেনা বাহিনীর সদস্যরা যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে।

 

শান্তিপূর্ণ পরিবেশে পছন্দো প্রার্থীকেই ভোট দিতে পারছে ভোটাররা। টাঙ্গাইল-৫ সদর আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ২৫৩ জন। কেন্দ্রের সংখ্যা রয়েছে ১২৭টি বুথ রয়েছে ৭৬৩টি।

এদিকে পুলিশ জানিয়েছেন শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে কেন্দ্রে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সব সময় প্রস্তুত রয়েছে।  

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর