ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

নিহত ব্যবসায়ী উমর ফারুক (৪০)। ছবি: সংগৃহীত

ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে উমর ফারুক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৭ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান।

এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার কোনো সন্তানাদি নেই। ত্রিশাল বাজারে উনার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।

ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে তিনি বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

news24bd.tv/DHL