কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

ফাইল ছবি

কোরবানিতে পশু আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী কোরবানি ঈদের জন্য চাহিদা অনুযায়ী পশু দেশেই আছে তাই পশু আমদানির প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এবার ১ কোটি ৩০ লাখ পশু আছে কোরবানির জন্য। গতবার ছিল ১ কোটি ২৫ লাখ পশু।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চাহিদা না থাকার পরও যারা চোরাই পথে পশু আমদানি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

তিনি আরও বলেন, গতবার কোরবানির পর ১৯ লাখ পশু বাড়তি ছিল। এবারও যে পরিমাণ পশু রাখা হয়েছে তাতে গতবারের মতই বাড়তি আছে।

মন্ত্রী জানান, পশু বহনকারী ট্রাকে চাঁদাবাজি বন্ধ করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে শিগগিরই। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হবে এ ব্যাপারে সতর্ক থাকতে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক

এই বিভাগের পাঠকপ্রিয়