সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৯ হাজারেরও বেশি

সৌদি আরবে গ্রেপ্তার (ফাইল ছবি)

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৯ হাজারেরও বেশি

অনলাইন ডেস্ক

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৯ হাজারেরও বেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। কাজ ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) শনিবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

একটি সরকারি প্রতিবেদন অনুসারে, মোট ১১ হাজার ৯৮৭ জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

অবৈধ সীমান্ত অতিক্রম করার চেষ্টার দায়ে চার হাজার ৩৬৭ জন এবং আরো দুই হাজার ৬৯৬ জনকে শ্রম সম্পর্কিত সমস্যার জন্য আটক করা হয়েছে।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টার জন্য গ্রেপ্তার হওয়া এক হাজার ১১ জনের মধ্যে ৬১ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া আরও ২৪ জন প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়েছে এবং ১৮ জনকে আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিবহন, আশ্রয় প্রদানসহ দেশে অবৈধ প্রবেশের চেষ্টা করা কাউকে সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সেই সঙ্গে যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

news24bd.tv/আইএএম