তারপরও মোস্তাফিজকে একাদশে রেখে মাঠে চেন্নাই

তারপরও মোস্তাফিজকে একাদশে রেখে মাঠে চেন্নাই

অনলাইন ডেস্ক

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খলনায়ক বনে যান মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে বাংলাদেশি এই পেসার ১৭ রান তো ডিফেন্ড করতেই পারেননি, মাত্র ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় লক্ষ্ণৌ। এমন বাজে পারফরম্যান্সের পরেও চেন্নাইয়ের একাদশে টিকে গেছেন ফিজ। তাকে নিয়েই সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশ সাজিয়েছে চেন্নাই।

 

আজ রোববার (২৮ এপ্রিল) নিজেদের নবম ম্যাচ খেলবে চেন্নাই। ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করবে স্বাগতিকরা।

হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার আগে লক্ষ্ণৌর বিপক্ষে টানা দুই ম্যাচ হেরেছে চেন্নাই। এর মধ্যে শেষ ম্যাচে ২১০ রান করেও হারে দলটি।

যার দায় অনেকাংশে মোস্তাফিজের। তারপরও তার ওপরেই আস্থা রেখেছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

news24bd.tv/SHS