পনেরোই আগস্টের পর ছাত্রলীগ-যুবলীগ ছাড়া কেউ মাঠে ছিলো না: গণপূর্ত মন্ত্রী

পনেরোই আগস্টের পর ছাত্রলীগ-যুবলীগ ছাড়া কেউ মাঠে ছিলো না: গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পঁচাত্তরের খুনিরা রাজনৈতিক গভীর ষড়যন্ত্রকে পারিবারিক কলহের রূপ দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি বলেন, তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও তার ভাগ্নে মনিসহ সবাইকে হত্যা করেছে খুনিরা। সোমবার ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিনে অংশ নিয়ে তিনি এসব বলেন।

এসময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের তরুণদের সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে।

পনেরোই আগস্টের পর ছাত্রলীগ, যুবলীগ ছাড়া কেউ মাঠে ছিলো না বলেও জানান ওবায়দুল মোকতাদির।

গণপূর্ত মন্ত্রী আরও বলেন, এখন সজাগ দৃষ্টি রাখতে হবে যেন নতুন কোন ষড়যন্ত্র দেশকে পিছিয়ে দিতে না পারে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক