আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবন যাপন করছি: নুর

নুরুল হক নুর

আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবন যাপন করছি: নুর

অনলাইন ডেস্ক

নিজে দেশে আমাদের স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আজ আমরা নিজ দেশে পরবাসী। রোহিঙ্গাদের মতো জীবন যাপন করছি। ’ 

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় টাউন ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

নুর বলেন, উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকরা নিউজ করছেন। আমি মনে করি, উপজেলা নির্বাচনে বিরোধী দলের সম্মিলিতভাবে অংশ নেওয়া উচিত ছিল। আপনি যদি একেবারে মাঠ ছেড়ে দন তাহলে তো এককভাবে ক্ষমতায় চলে যাবে।

 

তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্রের সংকট। এই দেশের স্বাধীনতা-সার্বোভৌমত্ব ফিরিয়ে আনতে ছাত্র যুব তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা বেরিয়ে এলে ফ্যাসিবাদের পতন হবে।

গণঅধিকার পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ শাখার আহ্বায়ক আলমগীর কবীর শিফতির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি আল আমীনসহ অন্যরা।  

news24bd.tv/আইএএম