মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, তিনি তাঁর সম্পদের ৯৯ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে দান করে দেবেন। তিনি বলেন, আমি মারা গেলে কেউ যেন বলতে না পারেতিনি ধনী অবস্থায় মারা গেছেন। বিল গেটসের বয়স এখন ৬৯ বছর। তিনি জানান, তাঁর নামে থাকা গেটস ফাউন্ডেশন এখন পর্যন্ত স্বাস্থ্য ও উন্নয়ন খাতে ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। আগামী দুই দশকে আরও ২০ হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা বাজার পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করবে। তিনি তাঁর ব্লগে শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির দ্য গসপেল অব ওয়েলথ প্রবন্ধের উদ্ধৃতি তুলে ধরে বলেন, ধনী অবস্থায় মারা যাওয়া গ্লানিকর। তাঁর এই প্রতিশ্রুতি অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশন বন্ধ হয়ে যাবে। গেটস আরও বলেন, আমরা যদি ফাউন্ডেশন স্থায়ী করার চিন্তা না করি, তাহলে এখনই অনেক বেশি খরচ করতে পারব। তাঁর এই...
২০৪৫ সালের মধ্যে সম্পদের ৯৯% দান করবেন বিল গেটস
অনলাইন ডেস্ক

‘এক মুহূর্তে যমজদের খেলা দেখলাম, পরমুহূর্তে রক্তে ভেজা দেহ’
অনলাইন ডেস্ক

এক মুহূর্তে যমজ শিশুদের খেলতে দেখেছি, আর পরের মুহূর্তেই তাদের রক্তে ভেজা নিথর দেহ পড়ে থাকতে দেখেছি বলে মন্তব্য করেছেনজম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে শুক্রবার (৯ মে) এক সাংবাদিক সম্মেলনে চোখে পানি নিয়ে তিনি বলেন ওদের দোষ কী ছিল? এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। তিনি বলেন, এটা তাদের খেলার বয়স। কিন্তু ওরা মারা যাচ্ছে গোলাগুলির মাঝে পড়ে। আর কতদিন চলবে এই অবস্থা? আর কতদিন সীমান্তবাসীদের কষ্ট সহ্য করতে হবে? আর কতদিন মায়েদের কোল খালি হবে? পুলওয়ামা (২০১৯) এবং পহেলগাম (২০২৫) সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে মেহবুবা মুফতি বলেন, এই ঘটনাগুলোর কারণে ভারত একাধিকবার ধ্বংসের মুখে দাঁড়িয়েছে। আর যুদ্ধ পরিস্থিতি নারী ও শিশুরাই...
ভারত-পাকিস্তান উত্তেজনা, আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ
অনলাইন ডেস্ক

পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চলছে দুই পক্ষের মধ্যে। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই তথ্য স্বীকার করেছেন। বাণিজ্যিক এয়ারলাইনসগুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোড়া গুলি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে এমন আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সতর্কতা উচ্চারণ করেন তিনি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ...
আক্রমণ চালাতে গিয়ে উল্টো ৭৭টি বিধ্বংসী ড্রোন খোয়াল ভারত
দাবি পাকিস্তানের
অনলাইন ডেস্ক

চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান এ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বী ভারতের মোট ৭৭টি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে, আর গত রাত থেকে এ পর্যন্ত আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের জবাবে যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছে। গতকাল পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছিল এসব ড্রোনকে প্রতিহত করতে টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে। ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর