চিকিৎসকরা অফিসের সময় বাইরে প্র্যাকটিস করলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকরা অফিসের সময় বাইরে প্র্যাকটিস করলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তীব্র গরমে অসুস্থ রোগীদের চিকিৎসা দিতে দেশের হাসপাতালগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বেড ফাঁকা রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

মঙ্গলবার দুপুরে ২৭ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিএসএমএমইউ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। হিট স্ট্রোকে কতজন মারা গেছে এ পর্যন্ত তার সঠিক সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য সঠিক নিয়ম মেনে চলতে চিকিৎসকদের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

তিনি বলেন, অফিসের সময় বাইরে প্র্যাকটিস করলে চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, কোনো চিকিৎসক সেবা দিতে অবহেলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসায় অবিচার মানা হবে না।

news24bd.tv/FA