ফেসবুকে লালনের গান: সঞ্জয় রক্ষিতের বাড়ি-দোকানে পুলিশি নিরাপত্তা

সঞ্জয় রক্ষিতের দোকানে পুলিশি নিরাপত্তা

ফেসবুকে লালনের গান: সঞ্জয় রক্ষিতের বাড়ি-দোকানে পুলিশি নিরাপত্তা

অনলাইন ডেস্ক

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় ফেসবুকে লালনের গানের লাইন লিখে গ্রেপ্তার হন সঞ্জয় রক্ষিত। তবে তিনি পরে জামিনে মুক্তি পান। এ ঘটনার সংবাদ প্রচার হওয়ার পর সঞ্জয় রক্ষিতের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও এলাকায় এখন পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সংবাদ মাধ্যমকে তিনি এ কথা বলেন।

 

লালনের গানের ফেসবুক স্টোরিতে দেওয়ায় রোববার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বাসিন্দা সঞ্জয় রক্ষিতকে (৪০) আটক করে পুলিশ। সঞ্জয় পেশায় স্বর্ণকার। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে শরীয়তপুরের ভেদরগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিব হোসেন তাকে জামিনের আদেশ দেন। পরে আজ মঙ্গলবার সকালে সঞ্জয় কারাগার থেকে মুক্তি পান।

ওসি বলেন, ‌‌‘এলাকায় বিশৃঙ্খলা এড়াতে স্থানীয়দের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার তাকে আটকের পর জেলা কারাগারে পাঠানো হয়। ’ 

তিনি বলেন, ‘তার ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সঞ্জয় রক্ষিতের ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের কারও সঙ্গে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই আজ মঙ্গলবার তার বাসা, সাজনপুরে তার ব্যবসা-প্রতিষ্ঠানসহ ওই এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ’ 

পুলিশ জানায়, ১৬ সদস্যের পুলিশের একটি টিম নিরাপত্তার দিচ্ছেন। প্রয়োজনে আগামীকাল পুলিশ সদস্য আরও বাড়ানো হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক