ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত নিয়ে দ্বৈত ভূমিকায় যুক্তরাষ্ট্র

মারিয়া জাখারোভা

মারিয়া জাখারোভার টেলিগ্রাম

ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত নিয়ে দ্বৈত ভূমিকায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র  পক্ষ থেকে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের বিষয়ে মার্কিন সরকার দ্বৈত ভূমিকা নিয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল (মঙ্গলবার) এক টেলিগ্রাম পোস্টে মারিয়া জাখারোভা বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে আমেরিকার এই ধরনের অবস্থান খুবই অযৌক্তিক।
তিনি বলেন, ২০২৩ সালের মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে বিতাড়িত করার জন্য অভিযোগ তুলে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। সূত্র, রেডিও তেহরান।

 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানাকে খুবই ন্যায্য বলে মন্তব্য করেন। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি’র সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা মোকাবেলার জন্য একটি খসড়া বিল অনুমোদন করেছে। এছাড়া, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে বলেছেন, তারা ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে সমর্থন করেন না এবং আইসিসি’র এই এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক