সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

সংগৃহীত ছবি

সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল)। এদিন বিকেল ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ২৫ ভাগ।

সাতক্ষীরা আবহাওয়া অফিস জানায়, সোমবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সেটা আগের দিনের ও সর্বোচ্চ রেকর্ড করেছে।  

এর আগে ২০০৯ সালের ৯ মে সাতক্ষীরা জেলায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এটাই ছিল জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সে হিসাবে ২১ বছর পর সাতক্ষীরার তাপমাত্রার পারদ ঠেকল ৪২ দশমিক ২ ডিগ্রিতে।

আর এরমধ্য দিয়ে তাপমাত্রার নতুন রেকর্ড গড়ল জেলাটি।

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় খরতাপে পুড়ছে। জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। দিন-রাতের তাপমাত্রার পার্থক্যও থাকছে কম। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে সাতক্ষীরার জনজীবনে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক