ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১, আহত ৩

নিউজ ২৪ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জালাল উদ্দিন বদু  (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নুরপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

নিহত বদু উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের দারু মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে এলাকার লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যা নাগাদ তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, জিজ্ঞাসাবাদে বদুর দেওয়া তথ্য অনুযায়ী রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে নুরপুর এলাকায় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এ সময় বদুকে ছিনিয়ে নিতে আসা সহযোগীদের গুলিতে বদু আহত হন। পড়ে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বদুর বিরুদ্ধে থানায় পাচঁটি মামলা রয়েছে।  
 
ওসি আরো জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।