চীনে এক্সপ্রেসওয়ে ধসে পড়ে নিহত ৩৬

চীনের গুয়াংডং প্রদেশে একটি এক্সপ্রেসওয়ে ধসে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন।

চীনে এক্সপ্রেসওয়ে ধসে পড়ে নিহত ৩৬

অনলাইন ডেস্ক

চীনের গুয়াংডং প্রদেশে একটি এক্সপ্রেসওয়ের অংশবিশেষ ধসে পড়ে ৩৬ জন নিহত হয়েছেন এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। লাখ লাখ মানুষ মে দিবস উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরার সময় এমন ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা শিনহুয়ার তথ্যমতে, বুধবার (১ মে) দিবাগত রাত ২তা ১০ মিনিটে মিঝু-ডাবু এক্সপ্রেসওয়েটি অতিবৃষ্টির কারণে ধসে পড়ে। যে অংশটি ধসে পড়েছে সেটি দৈর্ঘ্যে ১৭ দশমিক ৯ মিটার ছিল এবং এর ফলে ২৩টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়।

মিঝু হচ্ছে চীনের গুয়াংডং প্রদেশের এমন একটি এলাকা যেখানে এপ্রিলের শেষ থেকে অতিবৃষ্টির ফলে ভূমিধস, ঘরবাড়ি প্লাবিত হওয়া এবং সেতু ভেঙ্গে পড়ার মতো ঘটনা ঘটেছে।

শিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট শি জিনপিং জীবন বাঁচাতে উদ্ধার তৎপরতা বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন।

উদ্ধারকাজ পরিচালনার জন্য কেন্দ্রীয় এবং স্থানীয় উদ্ধারকর্মীরা কাজ করছেন বলেও জানিয়েছে শিনহুয়া।

news24bd.tv/ab