রোববার স্কুল প্রসঙ্গে যা বললেন শিক্ষাসচিব

রোববার স্কুল প্রসঙ্গে যা বললেন শিক্ষাসচিব

রোববার স্কুল প্রসঙ্গে যা বললেন শিক্ষাসচিব

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রোববার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার বিষয়ে নীতিগত সিধান্ত রয়েছে বলে নিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, তীব্র তাপপ্রবাহের মধ্যে যেসব শর্তে বিদ্যালয় খোলার কথা সেসব শর্তে মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে। এরপরও আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে শনিবার পরবর্তী সিধান্ত নেয়া হবে বলে জানান তিনি।  

প্রচণ্ড দাবদাহের মধ্যে গত রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হয়।

তখন ক্লাসের সময় কমিয়ে এনে কয়েকটি শর্ত  দিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়। পরের দিন সোমবার হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

রোববার স্কুল খোলার পর বিজ্ঞপ্তিতে যেসব নির্দেশনা দেয়া হয়-
 
# এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোয় প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

# তাপ প্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধ থাকবে।

# উপজেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর হতে প্রেরিত রুটিন বিবেচনায় নিয়ে উপজেলা ভিত্তিক শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন।

# পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন, মানতে হবে নির্দেশনা

আরও পড়ুন: শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখলে কঠোর কর্মসূচি
news24bd.tv/aa