এমআইএসটিতে চলছে ইইই-ইসিই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি।

এমআইএসটিতে চলছে ইইই-ইসিই বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) শুরু হয়েছে তিনদিনব্যাপী ৬ষ্ঠ ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন৷

বৃহস্পতিবার (২ মে) ঢাকার মিরপুর সেনানিবাসে এ সম্মেলনের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও গবেষকরা অংশ নেন।

এ সময় সেনাপ্রধান বলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব ও টেকসই প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে।

শনিবার (৪ মে) এমআইএসটিতে এই আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷

news24bd.tv/ab