চুলের যত্নে ঘরোয়া যত প্যাক, ব্যবহার জেনে নিন 

প্রতীকী ছবি

চুলের যত্নে ঘরোয়া যত প্যাক, ব্যবহার জেনে নিন 

অনলাইন ডেস্ক

চুল পড়া সমস্যায় ভুগছেন অনেকেই। চুলের যত্নে ঘরে বসেই নানান ধরনের প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুলও ভালো থাকবে।

দই
চুল ও চুলের গোড়া ভালো রাখতে প্রোটিন সমৃদ্ধ দই ব্যবহার করুন।

দই সরাসরি চুলে লাগাতে পারেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

জবা ফুল
তজবা ফুলের পাপড়ি ও পাতার পেস্ট তৈরি করে মাথার তালুতে লাগাতা হবে। এতে চুল দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে চুলও মজবুত হবে।

গ্রিন টি
গ্রিন টির লিকার ঠান্ডা করে চুলের গোড়ায় ম্যাসাজ করলে চুল পড়া কমবে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া কমাতে সাহায্য করে।

আমলকী 
চুলের যত্নে আমলকী ব্যবহার করতে পারেন। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ চুল পড়া কমাতে পারে। তাই আমলকী থেঁতো করে হেয়ার প্যাক তৈরি করতে পারেন কিংবা আমলকীর তেল ম্যাসাজ করতে পারে চুলে।

পেঁয়াজের রস
চুলের গোড়ায় পেঁয়াজের রস ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। পেঁয়াজে থাকা সালফার চুলের যত্নে অনন্য। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এই রস।

news24bd.tv/TR  
 

এই রকম আরও টপিক