পাবনার গবাদি পশু খামারিদের কপালে চিন্তার ভাঁজ

গবাদি পশুর খামার

পাবনার গবাদি পশু খামারিদের কপালে চিন্তার ভাঁজ

আহমেদ উল হক রানা, পাবনা

কোরবানি ঈদকে সামনে রেখে পাবনা জেলায় গবাদি পশু পালন হচ্ছে চাহিদার প্রায় দ্বিগুণ। গবাদি পশু পর্যাপ্ত থাকলেও খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, শ্রমিকসহ খামার ব্যবস্থাপনায় অতিরিক্ত ব্যয় কৃষকদের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করছে। তাছাড়া সাম্প্রতিককালে তীব্র দাবদাহে গবাদিপশু অসুস্থ হয়ে পড়াসহ কয়েকটি খামারে বেশ কিছু গবাদি পশুর মৃত্যু খামারিদের কপালে চিন্তার ভাজ ফেলেছে।  

পাবনার সদর উপজেলাসহ জেলার ৯ উপজেলার বিভিন্ন স্থানে গবাদি পশু খামার অনেকটাই শিল্পে রূপ নিয়েছে।

এসব খামারিদের কেউ মাংসের চাহিদা পূরণের জন্য, আবার কেউ কেউ দুধ উৎপাদনের জন্য গবাদি পশু পালন করেন। কোরবানি ঈদকে সামনে রেখে এসব খামারের পাশাপাশি অনেক প্রান্তিক খামারি বসতভিটার পাশে এক বা একাধিক গবাদি পশু পালন করছেন।

জেলা প্রাণিসম্পদ অফিস থেকে জানা গেছে, এবার জেলার ৯ উপজেলার প্রায় ২৬ হাজার খামারে ৬ লক্ষাধিক গবাদি পশু পালন করা হয়েছে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ তালুকদার জানান, এবারের কোরবানি ঈদে জেলায় গবাদি পশুর চাহিদা ৩ লাখের কিছু বেশি। এ হিসাবে এ বছর কোরবানি ঈদে জেলার চাহিদা পূরণের পর উদ্বৃত্ত গবাদি পশু রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলাগুলোতে পাঠানো সম্ভব হবে।

এদিকে জেলায় গবাদি পশু চাহিদার তুলনায় পর্যাপ্ত থাকলেও খামারে পশু পালন করতে গিয়ে খামারিদের দুর্ভোগ চরমে উঠেছে। খামার মালিক ও শ্রমিকরা জানান, গবাদিপশু খাদ্যের মূল্য ঊর্ধ্বগতি, শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ নানা সমস্যার কারণে বিপাকে পড়েছেন তারা। এর সঙ্গে তীব্র তাপদাহে পশু অসুস্থ হয়ে পড়ায় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক