চাঁদের পথে চীনের চন্দ্রযান ছ্যাং’ই-৬

ছ্যাং’ই-৬ নামের এই চন্দ্রযানটি একটি বিশেষ রকেটে করে পাঠানো হয়েছে। ছবি: আল জাজিরা

চাঁদের পথে চীনের চন্দ্রযান ছ্যাং’ই-৬

চাঁদের দূরবর্তী অংশের নমুনা সংগ্রহের জন্য চন্দ্রযান পাঠিয়েছে চীন। এটাই চাঁদের দূরবর্তী অংশে অভিযানের প্রথম ঘটনা। ছ্যাং’ই-৬ নামের এই চন্দ্রযানটি একটি বিশেষ রকেটে করে পাঠানো হয়েছে। খবর বিবিসির।

শুক্রবার (৩ মে) বিকেলে এই চন্দ্রযান যাত্রা শুরু করে। এ তথ্য নিশ্চিত করেছে চীনের জাতীয় মহাকাশ প্রশাসন সিএনএসএ।

দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৫ ওয়াই-৮ ক্যারিয়ার রকেটে করে ছুটে যায় ছ্যাং’ই-৬ প্রোব।

এ মিশনের কাজ হবে চাঁদের রহস্যময় দূরবর্তী দিক থেকে নমুনা সংগ্রহ করে আনা।

এর আগে আর কোনো নভোযান চাঁদের ওই অংশ থেকে নমুনা নিয়ে আসতে পারেনি।

৫৩ দিনের এই দীর্ঘ মিশনে চীন ২ কেজি চন্দ্র নমুনা সংগ্রহ করতে চায়। যার মাধ্যমে তারা চাঁদের ভূমি সম্পর্কে আরো বিশদ জানতে পারবে।  

news24bd.tv/DHL