দেশের দুই অঞ্চলে রাতে বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাত

দেশের দুই অঞ্চলে রাতে বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে আজ শনিবার দিবাগত রাত ১২টার পর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৬ তারিখের পর সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ শতাংশ বলেও জানায় অধিদপ্তর।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ১১ মের পর আবার তাপপ্রবাহ শুরু হতে পারে।

তবে এপ্রিলের চাইতে মে মাসের তাপমাত্রা কম থাকবে। মে মাসে ১ থেকে ২টি তীব্র বা অতিতীব্র তাপপ্রবাহ এবং ২ থেকে ৩টি ছোট বা মাঝারি তাপপ্রবাহ হতে পারে। প্রতিবছর মে মাসে গড়ে ১৩ দিন বজ্রসহ বৃষ্টি হয়। এবারও তেমনই হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   
news24bd.tv/আইএএম