জয়দেবপুরে এখনো উদ্ধার হয়নি লাইনচ্যুত বগি,যাত্রী দুর্ভোগ চরমে

লাইনচ্যুত বগি

জয়দেবপুরে এখনো উদ্ধার হয়নি লাইনচ্যুত বগি,যাত্রী দুর্ভোগ চরমে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে দুর্ঘটনা কবলিত ট্রেন ও ওয়াগনের লাইনচ্যুত ১১টি বগি উদ্ধারে শুক্রবার রাতভর অভিযান চলেছে। তবে এখন পর্যন্ত লাইন থেকে সবগুলো বগি সরাতে পারেনি কর্তৃপক্ষ। এতে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

শুক্রবার দুর্ঘটনার পর আজ শনিবার (৪ মে) দুপুর পর্যন্ত ২৫ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু উদ্ধার কাজ শেষ না হওয়ায় ট্রেন চালাচল স্বাভাবিক হয়নি। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, রেলের কর্তৃপক্ষের জনবল থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের গাফিলতিতেই এত সময় লাগছে।

তবে ট্রেন দুর্ঘটনার তিন ঘণ্টা পর থেকেই উদ্ধার কার্যক্রম চলছে। তবে বেশি সময় লাগায় ঢাকা- উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তি বেড়েই চলেছে।
 
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হবে। ঢাকা উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হবে।  
news24bd.tv/আইএএম