ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

ইসরায়েলের সাথে আমদানি-রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করলো তুরস্ক

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সাথে আমদানি-রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতার প্রতিবাদ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২ মে) এক বিবৃতিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সাথে সকল পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলো।

গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার আগ পর্যন্ত ইসরায়েলের সাথে তুরস্কের সব ধরণের বাণিজ্য বন্ধ থাকবে।

ইসরায়েলের পণ্য চালাচালির ক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বন্দরগুলোকে বাধা দিচ্ছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উক্তির পরে তুরস্ক সরকার ইসরায়েলের সাথে বাণিজ্য বন্ধ করলো।

এক্সে ইসরায়েল কাটজ বলেন, এভাবেই স্বৈরশাসকরা আচরণ করে। এরদোগান তুরস্কের মানুষ ও ব্যবসায়ীদের স্বার্থকে এড়িয়ে যাচ্ছেন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ভঙ্গ করছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুরস্কের বিকল্প খোঁজার কথা বলেছেন বলেও জানিয়েছেন কাটজ।  

২০২৩ সালে ইসরায়েল ও তুরস্কের মাঝে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

গাজায় ত্রাণ পাঠানোর ক্ষেত্রে তুরস্ককে বাধা দেয়ার পরই ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আরপ করে দেশটি।

ইসরায়েলের সাথে তুরস্কের বাণিজ্যের ব্যাপারে এক প্রশ্নের জবাবে গত মাসে এরদোগান তার দেশের সাথে ইসরায়েলের তেমন গুরুত্বপূর্ণ বাণিজ্য নেই বলে জানিয়েছিলেন। তবে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরপের বিষয়টি এড়িয়ে যান তিনি।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক