রোববার থেকে আপিল বিভাগে দুই বেঞ্চ

ফাইল ছবি

রোববার থেকে আপিল বিভাগে দুই বেঞ্চ

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন থেকে দুটি বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবে। এ জন্য আরেকটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।

শনিবার (৪ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই বেঞ্চ গঠন করেন। রোববার (৫ মে) থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ শুরু হবে।

প্রথম বেঞ্চটি প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

নতুন গঠিত বেঞ্চটি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত হয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

শনিবার (৪ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চে রোববারের কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হয়েছে।

যথেষ্ট সংখ্যক বিচারক না থাকায় দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলছিল।

বর্তমানে আপিল বিভাগে মোট বিচারক রয়েছেন আটজন।

news24bd.tv/ab