অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের দক্ষতা বাড়াতে হবে: ওয়াহিদ উদ্দিন মাহমুদ

অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশের দক্ষতা বাড়াতে হবে: ওয়াহিদ উদ্দিন মাহমুদ

অনলাইন ডেস্ক

সরকারের নীতির প্রতি যদি জনসমর্থন থাকে তবে বৈদেশিক অর্থনীতির স্বার্থরক্ষা সহজ হয় এবং এ নিয়ে আপস করতে হয় না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন। রোববার বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ওয়াহিদ বলেন, সরকারের নীতির সাথে যেন জনগনের সম্পৃক্ততা থাকে এবং তা নিয়ে জনগন যেন স্বাধীন মতামত প্রকাশ করতে পারে ও বিতর্ক করতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।

যা সাফল্যের সাথে করে দেখিয়েছে ভিয়েতনাম।

যুক্তরাজ্যের সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক খান বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর ৪০ শতাংশ খারাপ অবস্থায় আছে। এ সময় বাংলাদেশের মতো দেশে যারা অর্থ পাচার করছেন, তাদের শাস্তির আওতায় নিয়ে আসার ওপর জোর দেন তিনি।

সম্মেলনে আর্থিক খাতে সুশাসন এবং সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন প্যানেল আলোচকরা।

news24bd.tv/ab